‘রুপবান, হয়ে আসছেন ভাবনা
প্রকাশিত : ২১:০৪, ১৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:২৩, ১৩ এপ্রিল ২০১৮
এক সময়ের সাড়া জাগানো ছবি ‘রুপবান’। চলচ্চিত্রটি লোককাহিনি অবলম্বনে নির্মিত হয়েছিল। অসম্ভব জনপ্রিয় এই ছবিটি ১৯৬৫ সালে সালাউদ্দিন এর চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছিল। সেই রুপবান চরিত্রে এবার অভিনয় করেছেন ভাবনা ও রহিম চরিত্রে শিশুশিল্পী সামির খান।
রুপবানের গল্প অবলম্বনে বাংলাদেশ টেলিভিশন এই নাটক নির্মাণ করেছে। বিটিভি মহাপরিচালক এস এম হারুণ অর রশীদের পরিকল্পনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। নাটকটির নির্দেশনা ও নাট্যরূপ দিয়েছেন অনিমেষ আইচ।
বিটিভির নিজস্ব স্টুডিওতে সেট নির্মাণ করে সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে।
চলচ্চিত্রে রুপবান চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা সুজাতা। প্রায় আট দশক পর নাটকে সেই চরিত্রটিতে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, “এই প্রথম আমি রূপকথা নির্ভর কাজ করলাম। খুবই চমৎকার ও সম্মানজনক একটা কাজ ছিলো। আগে কখনো কল্পনাই করতে পারিনি এমন একটা কাজ আমি করবো। আমি বলবো এটা আর্কাইভে রেখে দেয়ার মতো কাজ হয়েছে। সারাজীবন থাকবে। আমি বলতে পারবো, রূপবান হয়েছিলাম।”
ভাবনা ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজাদ আবুল কালাম, তুষার খান, ফারুক আহমেদ, ডা. এজাজ, শুভাশীষ ভৌমিক প্রমুখ।
নাটকটি ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রাত ৮টার সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।
এসি